শাহ
জালালের কবরে
পল্লী
কবি জসীম উদ্দীন
দরবেশতুমি কহ কহ আজ কোন ভালবাসা দিয়ে
এই
বাংলার বুকে এনেছিলে মরু আরবেরে নিয়ে।
কোন
সুরে তুমি পড়িতে কোরান তাঁহার মধুর বুলে
ভুলি
ব্যবধান সকল মানুষ চরণে পড়িল ঢুলে।
হাজার যুগের মিথ্যা আর অন্ধ ধর্মনীতি
পদাঘাতে
নর ছুটিয়া আসিল শুনি তব কোন গীতি।
জড়
পুতুলের পুজা করে যারা আছিল পুতুল হয়ে
কেমন
করিয়া গড়িলে এ জাত তুমি তাহাদেরে ল’য়ে।
জায়নামাজের
পাটীখাটি ছিল ক্ষুদ্র সে পরিসর
অর্ধেক
বাংলা বসাইলে তুমি কোন বলে তারি’পর?
সদুর
আরব মরু পারাপার খর্জ্জুর ছায়াতলে,
উঠেছিল
একফালি চাঁদ নাহিয়া জোছনা জলে।
ডালিম
শাখায় বসিয়া দোয়েল গাহিত তাহার গান
খোরমার
পাতায় দোলিত বাতাসে শুনি সে’ মধুর তান।
সে
চাঁদেরে তুমি বেঁধে দিয়ে গেলে বাংলার আসমানে
আজো
সে আঁধারে ছড়ায় জোছনা সবখানে সব প্রাণে ।
দরবেশ
তুমি কহ কহ আজ কোন বানী শিখেছিলে
এই
বাংলার শ্যামল বুকেতে আরবেরে এনে দিলে।
কবে
তুমি সেই প্রথম ফজরে দাঁড়ায়ে মিনার পরে
নিখিল
নরেরে ডাক দিয়েছিলে আজানের মধুস্বরে।
আজো
সেই সূর ঘুরিয়া ঘুরিয়া মানুষের বুকে বুকে
খোদা
তা’লার আরশের পরে মর্ছি পড়িছে সুখে।
বহু
পথ ঘুরে আসিয়াছি আমি তোমার কবর পরে
শিখিতে
এসেছি কোন ডাকে তুমি ডাকিতে নিখিল নরে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন