রবিবার, ১৬ আগস্ট, ২০১৫

SuNSeT



















আমি অবাক বিহ্বল হয়ে দেখি,

অজানা রহস্যের অন্তরালে

গনগনে রবির তাপ দাহ  দিনের শেষে,
সিঁদুর লাজে সন্ধ্যা  নেমে আসে এক অপার্থিব সাজে ।
কিভাবে রবি কোমল স্নিগ্ধতায় লাজুক হয়ে যায়, শেষ বিকালে !
ক্ষণে ক্ষণে আঁধার হয়ে আসে সবুজ প্রান্তর ,
অন্ধকারের কনা গুলো কেমন করে জেগে উঠে অপার বিষ্ময়ে,
অবাক হতে থাকি যেনো অনন্ত সময় পার হয়ে যায়,
ভাললাগে সন্ধ্যা টাকে  হয়তো রূপালী চাঁদটাকেও,
ভাল লাগাতে বন্ধী হয়ে যাই এই গোধূলি সময়টাতে !!

কোন মন্তব্য নেই: